তবে মৃত্যু হোক!
একযুগ মনখারাপের।
ফিরে যাওয়া হোক সেই দুরন্তপনায়।
নাহয় একটি রাষ্ট্র দাও,
যেখানে ভেতরের পাতায়
ধর্ষণের চটি থাকবে না।
প্রতারণার অভিনয় থাকবে না।
মায়া নামক অনুভুতির অসম্মান থাকবে না।
যেখানে বহুরূপী চোখে
""এখানে স্বস্তায় কৌষলে দেওয়া হয় বিশ্বাসঘাতকতা"র প্ল্যাকার্ড থাকবে না।
সেখানে, রাত জুড়ে মায়া,
চাঁদ জুড়ে মায়া,
চোখ জুড়ে কেবল,
মায়াই থাকুক।
২৭ এপ্রিল
রাত ৩:৫২মি:।
একযুগ মনখারাপের।
ফিরে যাওয়া হোক সেই দুরন্তপনায়।
নাহয় একটি রাষ্ট্র দাও,
যেখানে ভেতরের পাতায়
ধর্ষণের চটি থাকবে না।
প্রতারণার অভিনয় থাকবে না।
মায়া নামক অনুভুতির অসম্মান থাকবে না।
যেখানে বহুরূপী চোখে
""এখানে স্বস্তায় কৌষলে দেওয়া হয় বিশ্বাসঘাতকতা"র প্ল্যাকার্ড থাকবে না।
সেখানে, রাত জুড়ে মায়া,
চাঁদ জুড়ে মায়া,
চোখ জুড়ে কেবল,
মায়াই থাকুক।
২৭ এপ্রিল
রাত ৩:৫২মি:।